অবসরের পরে বক্সা: প্রকৃতির কোলে ফিরে পাওয়ার এক শান্ত সফর

  অবসরপ্রাপ্ত মানুষেরা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পার করে এসেছেন—চাকরি, দায়িত্ব, পরিবার ও নানা ব্যস্ততার মাঝে দীর্ঘ সময় কাটানোর পর তাঁদের অনেকেই খোঁজেন এক নিরিবিলি, শান্ত পরিবেশ, যেখানে শরীর ও মন উভয়ই প্রশান্তি পায়। সেই খোঁজ থেকেই অনেক অবসরপ্রাপ্ত মানুষ পৌঁছে যান আলিপুরদুয়ারের বক্সা বনের কোলে। বক্সা শুধু একটি জঙ্গল নয়, এটি এক প্রাকৃতিক মেডিটেশন …