শহর ছাড়িয়ে বক্সার পথে: বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে প্রকৃতির টানে

  যান্ত্রিক শহরের কোলাহল, ট্রাফিক জ্যাম, কাজের চাপ আর অগোছালো জীবনযাত্রা মাঝে মাঝে আমাদের এমন এক ক্লান্তি এনে দেয়, যেখানে মন চায় মুক্তি, শরীর চায় বিশ্রাম, আর হৃদয় চায় প্রকৃতির কোলে হারিয়ে যেতে। ঠিক সেই মুহূর্তে, আলিপুরদুয়ারের বক্সা বন যেন এক আদর্শ আশ্রয়—যেখানে আপনি পরিবার বা বন্ধুদের নিয়ে কাটিয়ে আসতে পারেন কয়েকটা স্বর্গসম দিন। বক্সা …