বক্সা জঙ্গলে মে-জুনে ভ্রমণের আদর্শ সময় কেন?
বক্সা জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের এক মনোরম প্রাকৃতিক ধন, প্রতিবছর বহু পর্যটককে আকর্ষণ করে। বিশেষ করে মে ও জুন মাসে এই অঞ্চলটি ভ্রমণের জন্য এক আদর্শ সময় হয়ে ওঠে। এর পেছনে রয়েছে একাধিক পরিবেশগত ও প্রাকৃতিক কারণ। গ্রীষ্মকালে, বিশেষ করে মে-জুনে, বক্সার আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক ও মনোরম থাকে। বর্ষা শুরু হওয়ার আগে এই সময়ে …
