বক্সা বনের অরণ্যপথে হাঁটলে আপনি অনেক গল্প শুনতে পাবেন, কিন্তু সবচেয়ে জীবন্ত গল্প শোনান সেই সব মানুষরা, যারা প্রতিদিন এই জঙ্গলকে জানেন, বোঝেন—তাঁদের মধ্যে একজন হলেন বীরেন রাভা। বয়স পঞ্চাশের কোঠায়, কিন্তু চোখে-মুখে এখনো তরুণসুলভ কৌতূহল। বীরেনবাবু জন্মেছেন জয়ন্তী গ্রামের পাশে, বক্সা টাইগার রিজার্ভের পাড়েই।
ছোটবেলায় বাবার হাত ধরে গিয়েছিলেন বন পাহারায়, তখন থেকেই জঙ্গলের সঙ্গে এক অদৃশ্য সম্পর্ক গড়ে ওঠে। বন, পাখি, প্রাণী চিনতে চিনতেই তিনি হয়ে ওঠেন স্থানীয়ভাবে পরিচিত এক দক্ষ জঙ্গল গাইড। গত বিশ বছর ধরে তিনি পর্যটকদের বক্সা দুর্গ, লেপচাখা, জয়ন্তী, চিলাপাতা ও পামসে টপ ট্রেকে নিয়ে যান।
তিনি জানেন কোন মৌসুমে কোন প্রাণী কোথায় দেখা যায়, কোন পথে গেলে হাতির পালের দেখা মিলবে, আবার কোন ঝোপে লুকিয়ে থাকতে পারে লেপার্ড। শুধু পথ দেখানো নয়, জঙ্গলের গল্পও বলেন—বাঘের পায়ের ছাপ, পুরনো ব্রিটিশ সময়ের দুর্গ, বা প্যাঙ্গোলিনের সন্ধান—সব কিছুই তার অভিজ্ঞতায় মিশে আছে।
বীরেনবাবুর চোখে বক্সা বন শুধু একটা কাজের জায়গা নয়, বরং এ এক জীবনের গল্প। তাঁর কথায়, “এই জঙ্গলই আমাদের স্কুল, আমাদের পৃথিবী।”
তাঁর মতো মানুষের হাত ধরেই আজকের পর্যটকরা প্রকৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে ফিরতে পারেন শহরের কোলাহলে।

